আঁধারে আলোর মুখ দেখে থমকে যাই,
আবেদনাময় চোখ কাছে ডাকে।
হালকা লাল লিপস্টিকের প্রলেপ ঠোঁটে ,
খোলা চুল উন্মাদনা আঁকে।
বুকের ভাঁজে সোনার হারটাও ঝলকে ওঠে,
ভরা যৌবন নাচতে থাকে দেহে।
অদৃশ্য বাসনা প্রকট হয়, প্রকাশ্য হয়,
মায়াবীর কামনা মোহে ।
চারিণীর জ্বলন্ত নাক ফুল,চিরল দাঁতের হাসি,
বাতাসে শরীরিণী গন্ধ।
পুরুষার্থ হৃদয় ভুলে যায়;গত-আজ-আগামী,
পাপ-পুণ্য,বিবেকহীন কামান্ধ।