আমি তোমাকে বুঝতে পারছি না
এটাই আমার যন্ত্রনা।
ভাবছি শুধু সকাল সন্ধ্যা রাত
বাকিটা সময় কল্পনা।
তুমি মনহীন বলে, এড়াও দায়
এভাবে কি মানুষ বাঁচে?
সত্যিই কি মন বলে কিছু নাই-
তবে কেন চোখের ভাজে
খেলায় প্রেম, মায়া অদৃশ্য টান
সবার অলক্ষ্যে করে উন্মাদ ।।