যেতে হবে কথা দিয়ে এলাম দুনিয়ায়
যা-ই আপন ভাবি আসলে তে কিছু নাই
মিছে মায়া মিছে মোহ মিথ্যার সংসার
তবুও বেঁচে থাকা; আছে যার দরকার
জীবনের গ্লানি আছে, আছে কিছু হতাশা
জন্মের দায় বাঁচায়; স্বপ্নেরা দেয় আশা
অসময়ে ডাকো যদি, ভয়ে কাপে বুকটা
যেতে হবে জানা কথা, মিছে খুঁজি সুখটা
লোভ-ক্ষোভ, অহমিকা ধ্বংসের মূল পথ
নির্লোভ মানবতা খুঁজে ফেরা মনোরথ