মেঘলা আকাশ, শীতল বাতাস
রৌদ্রের তীব্রতায়।
ভাবছি তোমাকে, চাইছি তোমাকে
আবেগী মৌনতায়।
হঠাৎ করেই বিকাল বেলায়
কাঁদল পরিবেশ।
অঝর ধারায় নামল আধার
গোধূলি ভেজা রেশ।
আষাঢ়ে কদম ফুটেছে খোপায়
বর্ষণ গেলো থেমে।
মেঘ বালিকার তিলক রেখায়
প্রকৃতি দিলো চুমে ।
পূর্ণিমাতে ভিজল না মন
মেঘের বাধার মুখে।
আধারে মিছিল পণ্ড হলো
ভোর দিলো তারে রুখে ।