লুট হয়ে যায় স্বপ্ন গুলো
লুট হয়ে যায় আশা
লুট হয়ে যায় শখের নারী
লুট হয় ভালোবাসা

লুট হয়ে যায় টাকা কড়ি
লুট হয়ে যায় চেয়ার
লুট হয়ে যায় গণতন্ত্র
লুট হয় অধিকার

লুট হয়ে যায় স্বাধীনতা
লুট হয়ে যায় চাষা
লুট হয়ে যায় সবুজ বাগান
লুট হয় মাতৃভাষা