দুষ্ট চোখে আড় চাহনি
মিষ্টি হাসি বান ডাকে।
দিন কাটে আনমনে; তো
রাত কাটে প্রেম বাঁকে ।
ষোড়শী নারী নগ্ন দেহ
বুক মাঝে ঢেউ তোলে।
মরুর বুকে সন্ধ্যা সাজে
স্বপ্ন কথা যায় বলে।
উদাম বুকে বোতাম ছেড়া
লাজ ঢাকি মুখ গুঁজে।
চিহ্ন আঁকা ঠোঁটের ভাষা
পাপ মুছি সুখ খুঁজে।
পাথর হৃদে ফুল ফোটে
কষ্ট নীল রঙ মেখে।
ভাগ্য দেব নিশ্চুপ আজ
বাধ ভাঙ্গা প্রেম দেখে।