নীরব পথে হাঁটছি একা,
ভাবছি প্রিয়ার মুখ।
গভীর রাতে স্বপ্নে আঁকা,
গোপনচারিণী সুখ।

মেঘের বুকে জোছনা ঢাকে,
আকাশে জমেছে ক্ষোভ।
বাতাস হাঁকে;বিজলী ডাকে
প্রকৃতি কাঁদার লোভ।

অবুঝ মন ছুটছে বেগে,
কামিনী-বেলী‘র খোঁজে।
কুসুমকলি রয়েছে জেগে,
সকাল-বিকাল-সাঁঝে।