রাতের বেড়েছে, বেড়েছে গভীরতা
চারদিক থেকে ঘিরেছে নীরবতা।
তবুও জেগে আছি আমি একা
ভাবনায় শুধু তুমি আর জেগে থাকা।
শূন্যতা থেকে শুরু শূন্যতায় শেষ
একমনে স্বপ্ন বোনা অল্পতেই নিমেষ?
ভাবনায় খেলে সুখ, স্পর্শে মরীচিকা
জীবনটা মনে হয় শ্মশান অগ্নিশিখা।
কোথায় তুমি? কোথায় ভালবাসা?
পাষাণ হৃদয়ে জন্মে ছিল আশা।
মৌন বাতাসে ভেঙ্গে দিলে সব
নিয়তির উপহাসের মাতম উৎসব।