কাছে কিংবা দূরে
জীবন খোঁজে তারে

আলো কিংবা আঁধারে
নীরব নির্জন নির্মাণে
সুর কিংবা বে-সুরে
লজ্জা রহস্য সন্ধানে

হঠাৎ বদলে যাওয়া; খুঁজে ফেরা
কবিতা, গল্প, গানে। জীবনের মানে...