মুঠোফোনে অপরিচিত কণ্ঠ মনে হয় চেনা,
কি আছে নিশিরানীর সাথে গোপন লেনা-দেনা!
একটু আধুক ভয়, সংশয়, নানা আলাপন,
ভাবনারা সব এলোমেলো করছে বিচরণ।
অদ্ভুত অনুভূতি হৃদয়ে তোলে শিহরণ,
এ যেন ভাঙা চুম্বকের বিপরীতে আকর্ষণ।
শরতে আশ্বিনে মেঘ, চাঁদ-তারা‘র লুকোচুরি,
সুরেলা মাদকতাময় মেটেঠোঁট ফুলঝুরি ।
কত কি কবিতা, গান, গল্পে মুখর মধুক্ষণ,
লোভাতুর সময় সুযোগ সন্ধানী করে মন।
চুমু আর করতালি ব্যবধান খুঁজতে গিয়ে,
শ্রবণে ঠোঁটের স্পর্শ অনুভব,হৃদয় দিয়ে।
অনাহুত ভালোবাসা অজান্তে মৌন সায় দিলো,
খুব-ই বাজে ছিলো ব্যপারটা, সত্যি-ই কি ছিলো!