কবিতা তুমি কোথায় হারাও,
আমায় দিয়ে ধোঁকা!
তোমার কারণে সবাই দেখো,
ভাবে আমায় বোকা।
কবিতা তোমায় খুঁজছি দেখো,
রাস্তা কিংবা ঘরে।
খুঁজে তোমায় ক্লান্ত ভীষণ,
গ্রাম থেকে শহরে।
দিবা নিশির মিলন রেখায়,
ছায়ার মাঝখানে।
কবিতা তোমায় ডাকছি আমি,
আবেগী আহবানে।
সন্ধ্যা মালতী কামিনী বেলি,
কৃষ্ণচূড়া ডালে_
অনেক খুঁজেছি তোমায় আমি,
জুঁই ফোটা বিকেলে।
এবার তুমি অভিমান ভেঙ্গে,
আবার ফিরে আসো।
কবিতা তুমি অভিলাষ হয়ে,
আমায় ভালোবাসো।