আকাশ থেকে এনেছি নীল
গোধূলি থেকে লাল
প্রকৃতি থেকে নিয়ে সবুজ
বুনছি স্বপ্ন জাল...
সূর্য থেকে নিয়েছি তেজ
জোছনা থেকে আলো
পূর্ণিমা থেকে এনেছি প্রেম
আঁধার বাসি ভালো
মায়ের মুখে শুনেছি বাংলা
ভাইয়ের রক্ত ভাষা
বাবার চোখে দেখেছি মুক্তি
বোনের মেটে নি আশা
ঢেউ'র কাছে চেয়েছি সুর
পাখি দিলো গান
মাটি শেখায় মানুষ হতে
বাঁচার আহবান
শিশুর কাছে পেয়েছি চেতনা
প্রিয়া দিয়েছে দ্রোহ।
কবিতার নাম 'জয় বাংলা'
বাংলাদেশের মোহ।