ঘৃণা করি তোমাকে,
বিষাক্ত দৃষ্টি, ধ্বংসে বাহাদুরি।
তুমি নারী-
মানব জন্মে বিধাতার ভুল।

পশু হতে কিংবা পাখি,
কেন হলে নীল?
তুমি নারী।
খামে মোড়া বেদনা,
যৌবনে কালো অধ্যায়।

ভালোবাসা রঙ লাল হলে
ভয়ংকর তুমি।
মহা সড়কে রেড সিগন্যাল
মিথ্যা স্বপ্ন জীবন বঞ্চনা।

ছলনা-স্বার্থপর-অন্ধকার;
নারী তুমি লোনা জল_