যখন নিজেকে গুছিয়ে নিয়েছি প্রায়,
তখন কেন এলে আমার আঙিনায়?
শূন্য ছিলাম ভাল ছিলাম সব হারিয়ে,
তুমি কেন এলে আমায় ধরলে জড়িয়ে!
নতুন করে স্বপ্ন দেখা কেন শেখালে?
পোড়া বুকে অগ্নি শিখা কেন জ্বালালে?
সময়ের সাথে আপোষ করে ভালই ছিলাম
নতুন করে স্বপ্ন দেখে কিবাই পেলাম।
জানি তুমি নেইকো সুখে আমায় কাঁদিয়ে,
ভাবছো মিছে সুখী সেজে যাবে হারিয়ে।
ভুলে যাওয়া এত সোজা ভেবোনা বোকা,
মৃত্যু ছাড়া আমায় কেউ দেবে না ধোঁকা।
হারছি আমি প্রতিনিয়ত জীবন যুদ্ধে নয়
বারবার এসে সামনে দাঁড়ায় নতুন পরাজয়।