অনেক কিছু বলার ছিলো,
তবে চুপ থাকা-ই শ্রেয়।
ব্যর্থতার দায় আমার,
প্রশ্ন করো না কেহ-
কত কি করার ছিলো,
করা হলো না কিছু-
জন্মের দ্বায়বদ্ধতা
ছাড়ে না কেবল পিছু ।
মতামতে আয়োজন
অকারণ নানা রঙ;
না না জন, না না মন
আয়োজিত প্রয়োজন।
কবিতা সংগ্রাম,
কবিতা দিনমান-
কবিতার ইতিহাস,
কবিতার কম্পাস ।