সবুজ গাছ প্রাণ কেড়ে নাও
ভোগ-বিলাসী ঘরটা সাজাও
অক্সিজেনের দাম কি জানো
অভাব বড় তা-ই মূল্য মানো
খাল দখলে হাল নগরের
বৃষ্টি এলে-ই জল-সাগরের
পুকুর চুরি গ্রাম-শহরের
বইছে জোয়ার উন্নয়নের
ডেঙ্গু -করোনা মহামারী
যাই আসুক ব্যবসা ভারি
নদী দূষণ শব্দ দূষণ
রাজ কর্তা'র তকমা ভীষণ
আধুনিকতায় শিল্পায়ন,
অপরিকল্পিত নগরায়ণ।
ভালো থাকা; নিজে বাঁচা,
এর-ই নাম কি জীবন যাপন?