একটি বৃক্ষ ছায়া দেয়, দেয় মায়া...
মাটিকে আকাড়ে ওঠে জানান দেয় উর্বরতা ।
তাকে আশ্রয় করে বেড়ে ওঠে নানা কিছু,
আবহমান কালের স্রোতে একখন্ড ইতিহাস।
সিনেমা পাড়ায় এমন এক বৃক্ষ ছিলো-
যার গত হওয়া খবরে স্মৃত হয়েছে দেশ,
জাতি হারিয়েছে অভিভাবক,
শূন্যতা ছুঁয়েছে এপারওপার বাংলায়।
বটবৃক্ষ, সংস্কৃতি ঐতিহ্য ধারক
নিজকে বিলিয়ে হয় কালের সাক্ষী ।
যা যায় ফিরে আসে না, রেখে যায় দাগ
এমন এক নাম মনসাপটে চিরজীবী,
অভিনয়গৃহ ছাপিয়ে জাতিনায়ক রাজ, রাজ্জাক।