ক্রমাগত বেড়ে চলে শবের মিছিল
কারণে অকারণে হবে সবাই সামিল
যেতে হবে জানি; বাতাসে কান পেতে শুনি
অসময়ে ডাক এলো বুঝি; বিদায় প্রহর গুনি
মৃত্যুর গ্যারান্টি নাই,
জীবনের গ্যারান্টি চাই।
শিশু-বৃদ্ধ, যুবক-যুবতী প্রতিটি প্রাণের আছে
বেঁচে থাকা জন্মত অধিকার পৃথিবীর কাছে