সুখে আছো সুখে থাকো বন্ধু
স্রষ্টার কাছে এ আমার প্রার্থনা,
পূর্ণিমার মত চন্দ্রময়ী রূপে
আলোকিত হোক জীবন বাসনা।
তবে তৈরি থেকো নিয়তির জন্য
নিষ্ঠুর বাস্তবতার সামনে দাঁড়াতে,
যে দিন হবে তোমার সাথে দেখা
গ্রহণ লাগবে সে দিন চন্দ্রঁতে।
মিথ্যা প্রতিশ্রুতি মিথ্যা ভালোবাসা
স্রষ্টার সাথে সৃষ্টির কথা না রাখা_
কচু পাতার বুকে জলের আশ্রয়
জীবন আর ভাগ্যের কঠিন পরীক্ষা।
স্বপ্ন বিসর্জন অনাকাঙ্ক্ষিত অজর
চাওয়া-পাওয়া স্মৃতি অতীত আজ।
চূর্ণ-বিচূর্ণ হৃদয় তুলবে প্রলয়
অজানা সেদিন সময়ের কারুকাজ।