হত্যা কোন মানুষের কাম্য নয়
গুপ্ত, আত্ম কিংবা যে কোন...
কালে কালে খুনিরা ই শাসক
শোষিত মেহনতী মানুষের শ্রম।
পুঁজিবাদী গড়ছে সম্পদের পাহাড়
প্রতিবাদ ছাত্র-শ্রমিক-জনতার।
কে শোনে কার কথা, চাই শুধু ক্ষমতা
টিকে থাকার লড়াইয়ে অস্ত্র-হত্যা।
রাজপথ চায় খুন
কারো খুনে ভাঙে ঘুম
জেগে ওঠা মানুষের বড় প্রয়োজন
বদলে যাওয়া, বদলে দেওয়ার যত আয়োজন।