আমি খুনি, আমাকে ফাঁসি দাও;
মুক্তির পতাকায় এঁকেছি কালিমার দাগ,
আমাকে ফাঁসি দাও।
গর্ব অনেক হলো এবার লজ্জা পাবার পালা
বছর ঘুরে আগস্ট এলে নির্লজ্জ মাতোয়ারা
জাত ও জাতির পিতা তিনি, মুজিবুর মহান নেতা
বাংলা ও বাঙালির স্বপ্ন সাধক দিয়েছে স্বাধীনতা
একটি আঙুল, একটি কবিতা, কাল জয়ী ভাষণ
ইতিহাস তার রক্ত ঝরা আজো তুলছে কাঁপন
আমি খুনি, আমাকে ফাঁসি দাও;
পিতা হত্যার দায়ে, স্বাধীনতা ভোগের দায়ে,
আমাকে ফাঁসি দাও।