বাঙলা'য় এক বৃক্ষ আছে,
কেউ কি তাঁকে চেনো?
আমার এক গুরু আছে,
তোমরা সবাই জেনো...
এক বাক্যে স্বদেশ চেনা
মুখের হাসি বাংলানামা
জাতি সত্তা হৃদয় বোনা
সাহিত্য রস ষোলআনা
বিশ্ব শান্তি শিল্পিত এক
কবি গুরু অতুল্য বিস্ময়
দশকের বিচার পরে রয় নিছক
সংসারে সে ইতিহাস নিশ্চয়
'জয়' বাংলা কবিতা'র জয়
'জয়' কবিতা বাংলার জয়
কবি সত্য, কবি সুন্দর, কবি বৃক্ষ
'জয়' গুরু নূরুল হুদার জয়।