গোধূলির রঙ্গ মেখে এসে ছিলো রানী
নিস্তেজ সূর্যের লাল আভায় ,
আলোর বিপরীতে আধারঙ্গিনী হয়ে
অপূর্ব যৌবনবতীর শোভায় ।
লজ্জাবতী মেঘবালিকার মুখে শুধু
বৈশাখীর ঝড় আঁকা অভিমান ।
নিথর হৃদে চুরমার হওয়া স্বপ্নে
সোলডিয়ামের আলোর সন্ধান ।
বহুদিন পরে অবসান প্রতীক্ষার
হোক না কিছুটা খোলা মেলা কথা।
কাটুক কিছুটা সময়;পাপ ছোঁবে না-
ভেবো না তুমি, মিটে যাবে ব্যথা ।
মনহীন বলে এড়ানো যায়না দায়
মুখ তোল রানী নীরবতা ভেঙ্গে ।
কথার ফুলঝুড়ি মেলে জড়িয়ে ধরো
রাঙ্গাও গোধূলির কবিতা রঙ্গে ।