তোর পায়ের নিচে রক্তজবা
বুকের উপর টগর ফুল।
একাল-সেকাল সর্বকালে
মা তুই আমার বুকের ফুল।
সবুজ পাতায় জোনাক খেলে
মেঘের ফাঁকে তারা জ্বলে।
নিয়ন আলোয় গোলাপ-বেলি
গল্প কথার আসর চলে।
নিঝুম নিশিত হাসনাহেনা
গন্ধ মাতাল তোর আঙিনা।
চাঁদ ওঠে রোজ ঘুম আসে না
মা তুই আমায় করিস ক্ষমা।
ভোমর নাচে পাখির সুরে
পূর্ব দিকে ডালিম গাছে।
ছোট্ট কুঠি জায়গা বিশাল
বকুল-গাধা-শিউলি আছে।
নাম না জানা ফুলও ফোটে-
সূর্য ওঠে পৃথিবী হাসে।
বুক ছেঁড়া ফুল শব মিছিলে
চোঁখের কোনে অশ্রু ভাসে_