মেয়ে_
তোমার আধুনিকতার ফাঁকে
উঁকি দেয় নষ্টালজি।
ব্রেসিয়ারে কালো ফিতে টা
কাম জাগায় মননে।
ইচ্ছে করে...
উদাম বুকে, চেঁপে মাথা
নিজেকে হারাই_
কংক্রিট পৃথিবী, বৈরী সময়
নিজ'কে লুকাই।
বিশ্বাস করো,
লেপটে থাকা ইলাস্টিক
দাঁগ কাটা যৌবন, আড় চোখ-
কেঁপে ওঠে ঠোঁট; কামায়ন
নষ্ট সমাজ শিল্পায়ন।
উন্মাদ,
ভুল তুলিরেখা; আঁকা ঝুঁকি
কাঁটাতার দূর্বার এপিকুরোস ।
আধুনি এফবিতে বাংলিশ প্রেম
বিডি ফর লাইফস্প্যান ...
স্বপ্ন ভঙ্গ
খবরে প্রকাশিত লাভ
বৃষ্টি বাজারে লসএঞ্জেলস্
স্টার কালচার কালার হাব,
ট্যাগ হ্যাস পি ওয়ান সেভেন।