পঞ্জিকা'তে এসেছে শরৎ
কাশবনে লেগেছে হাওয়া।
শিউলি ঝরা গোধূলি লগ্নে
আসছে মা সেজেছে ধরা_
ঢাকের তাল আর উলু ধ্বনি
অসুর বিনাশ আসবে তুমি-
ভক্ত প্রাণেশ্বর জগৎ জননী
এসো মা এসো হৃদয় হরণী।
দেবীসঙ্গী নৌকাযোগে; না হয় অশ্বে চড়ে
স্বর্গ থেকে আসবে নেমে পাতালপুরে।
খড় খুটারি মাটির গড়ন বাঁশের আগায়
প্রতিমা আসীন সত্য সুন্দর চেতনা জাগায়।
ওঁম শান্তি ওঁম - সত্যম শিবম সুন্দরম।
ওঁম শান্তি ওঁম - সত্যম শিবম সুন্দরম।