বৃষ্টি যখন প্রেম মুঠোলাপে
কবিতা তখন হেসে ওঠে আকাশে
ঝড়ে পরে শব্দমালা, শুষ্ক বুকে।
অনাহুত আগমনী; কামময় চাহনি,
স্পর্শ করে চঞ্চল বিধাতার রুক্ষপ্রকৃতি_
ওদিকে মন্দিরে বেজে ওঠে ঈদ ঘণ্টা।
উৎসব মাতোয়া স্বশরীরি সংযোগ
আঁকা মুখে চোখ রাখি নতুন কল্লোলে
গোপন ক্যানভাস ধুলো জমা কম্পাস,
নিমেষে শীতল হই উতলা বাতাসে
হেসে ওঠে যৌবন খুঁজে ফেরা মৌবন
এত কাছে ভেবে আজ; স্বপ্ন সরব।
নিরাকার বিধানে ঋতুমতী প্লাবনে,
ষোড়শী সাঁচে শিল্পিত কামরাঙা ঠোঁট
আষাঢ় শ্রাবণ মাঘ; ফাল্গুন কদমে
বৃষ্টিবহুল প্রেমানন্দ বাঁধে গোপন জোট
মৃত দেহ প্রাণ পায় অক্ষর দোল খায়,
প্রতি বাঁকে ভগবান জন্ম নেয় সুখ।
অপ্রকাশিত ছন্দঃ মন ভোলে দন্দ
সৃজন উল্লাসে ভিজে ওঠে মুখ।