মৃত কে ভাবায় মৃত্যু। সময় বৈরিতা
কালের খিড়কি পেরিয়ে ছুটছি কোথায়?
অন্ধকার চারদিক অজ্ঞাত শূন্যতা,
ক্রমাগত নীরব নিশ্চল লোকালয়_
ভালোবাসা-স্বপ্ন-মৃত্যুর কি জাত?
গোধূলি শব্দের অনশন ভাঙে; রাত..
প্রায়শ তারা খসে, তবে চাঁদ কি হয় একা?
সূর্য যেমন একা, জীবন চক্রে মানুষ একা।
নীলাকাশ ফিকে রঙ বিবর্ণ বিবর্তন,
নিরুত্তর প্রশ্নে চিরাচরি স্তব্ধ প্রকৃতি।