বর্ষা এসেছে গোধূলির রঙে,
কাঁদছে আকাশ আপন সুখে।
মেঘেরা ভাসছে বাতাসের ঢঙে,
বেদনা প্রকাশ চাঁদের মুখে।
যেওনা তুমি কোথাও এখন,
ভিজবো নাহয় দু‘জন মিলে।
জড়িয়ে ধরে চোখের পাতায়,
কথার মালায় সময় ভুলে।
রাতের সাথে বাড়বে আধার,
যাক না সময়; যাক না বয়ে।
বুকের মাঝে মৌনতা হয়ে,
স্মৃতির পাতায় থাকবে রয়ে।
গোপন কথায় হোক না কিছু ,
জলের ফোটায় ভোলাবে ব্যথা।
ভেজায় হৃদয় আজকে দেখো,
আপন ভাষায় বলছে কথা ।