বৃষ্টি নামুক অনেক জোরে
বৃষ্টি নামুক নগর জুড়ে
গণ জোয়ারে বৃষ্টি নামুক
বৃষ্টি নামুক বোধের ঘরে
জলের ফোটা আগুন হয়ে
দাও পুড়িয়ে যৌন বিলাসী
লোভ লালসা নীল বাসনা
রাষ্ট্র আইন রক্ত পিপাসী
কুকুর গুলো খুব ক্ষ্যাপেছে
তপ্ত দুপুরে বৃষ্টি নামুক
ভয় ধরেছে বুক কেঁপেছে
বজ্র মিছিলে বৃষ্টি ঝরুক