যেদিন আমার সোনার দেহ, বলবে না আর কথা
সেদিন যেন তোমার সাথে, না হয়রে মোর দেখা।
শান্ত দেহ পরে রবে, কাঁদবে প্রিয়জন
কেমন করে বুঝাই আমি, আমার পাগল মন।
তোমার চোখের অশ্রু জলে, বিঁধবে বুকে কাটা
যাবার কালে দেবে আমায়, অন্তর মাঝে ব্যথা।
কালির সাপে ধরলো আমায়, ঈশ্বর করলো পার
বিষম জ্বালায় পুড়ে মরি, কেউ নাই দেখিবার!
শব হলেও একজন আছে, জগৎ আরও স্বামী
শেষ বিচারের আদালতে, তাহার প্রেমই দামি।
মিছে মায়া মিছে মোহ, সঙ্গী কিছুই নাই
ভবের মঞ্চে রঙ্গ বেশে, অভিনয় করে যাই।
মৃত্যু আমায় মুক্তি দিয়ে,আপন করবে পর
চিরচেনা সব হারিয়ে, আপন মাটির ঘর।
নতুন দেশে নব্য বেশে,পালকির মাঝে তুলে
নেবার সময় এসো না তুমি, থেকো না বিদায় কালে।