কোথায় হবে পথের শেষ
নেইত কারো জানা
অজানা পথে হারিয়ে যেতে
কেউ করেনি মানা
দু’জনাতে হাঁটব পথে
দেখা হবে রাস্তা বাঁকে
জাল বুনে যাই দিন রাতে
স্বপ্ন প্রিয়া দুষ্ট চোখে
জড়তা যত উড়িয়ে দিলাম
উজাড় করে আকাশে
শূন্য জীবন মোহ মিতায়
মিলে গেছি বাতাসে
জীবন চলে সময় রথে
হোঁচট খেয়ে শেখা
চাঁদ আলো বেরসিক আজ
হয় না কবিতা লেখা
আপন-পর অর্থ খুঁজে
মনে জাগে সংশয়
কথা দেও থাকবে পাশে
ভাঙবো গোপন ভয়