আজ আর বলবো না কিছু,
তোমার সাথে আড়ি।
পথের সাথেই হচ্ছে কথা,
ফিরছি আমি বাড়ি।
অপূর্ণ চাঁদ পূর্ব আকাশে,
লালচে তার আলো।
জোছনা জ্বলে আপন মনে,
লাগছে তারে ভালো।
মেঘেরা যেন রাগ করেছে,
বাতাস হলো ভারি।
কখন যেন বর্ষা নামবে,
আষাঢ়ে তড়ি ঘড়ি।
নিশির মাঝে এলো নীরব,
গভীর সব কালো।
কষ্টের সাজে রঙ মাখিয়ে,
বেদনা মধু হলো ।