ভালো আছো ভালো থেকো
এ আমার কামনা ।
চাঁদ মুখে হাসি মেখে
পূর্ণ হোক বাসনা ।
সুখে তুমি থাকো রানী
মেঘহীন আকাশে।
এই দেখো ভালোবাসা
ভাসে শুধু বাতাসে ।
যেখানেই যাও তুমি
যত দুরে হারিয়ে।
ভেবে নিও আছি পাশে
ছায়া হয়ে দাঁড়িয়ে।
গ্লানি আছে মনে যত
ঝেড়ে ফেলো এখনি।
স্বপনীল রেখা আঁকে
ওই চোখে চাহনি।
মনহীন বলো তবু-
জেনে রেখো তুমিও।
দিন রাত ভাবি শুধু-
বেঁচে আছি আমিও।