আমার কাছে বাবা মানে
হারানো ছেলে বেলা।
মালি ছাড়া বাগানবাড়ী
ফুল ঝরার খেলা।

বাবা মানে বিধবা মায়ের
চোখের কোনে জল।
আকাঙ্ক্ষা চাপা বুক
সংসার অনল।

বাবা মানে আকাশ মাঝে
নক্ষত্রের উঁকি।
অধরা স্বপ্ন আহত শৈশব
ঈশ্বরের ফাঁকি।