মুসলিম ঘরে জন্ম নিয়ে,
হিন্দুর সাথে বেড়েছি ।
বৌদ্ধের সাথে রাত কাটিয়ে,
খ্রীস্টান কত দেখেছি ।
ভালো থাকার মিথ্যে আশায়
মুসাফির হয়ে ঘুরেছি।
কাল ও কালে রঙ বদলে
ভালোবাসাটারে খুঁজেছি।
মানুষ খুঁজেছি অমানুষের ভিড়ে
মানুষ হতে-ই চেয়েছি ।
ধর্ম বর্ণের ঊর্ধ্বে উঠে
মানবতা খুঁজে ফিরেছি ।