কেটে গেছে সারারাত
ভোর আলো ছুঁই ছুঁই।
মেঘ গুলো জড়ো হলো
পাখি ডাকে চুই মুই।
নিশি গেলো দিন এলো
আকাশ দেখো কাঁদেরে।
বুকে যত ব্যথা আছে
জল হয়ে ঝরে রে।
জেদ যত আছে মনে
ডেকে আনে পরাজয়।
খুব বেশি ভালোবাসি
তাই দেখো এত ভয়।
মুখ তোলো মন খোল
একটু ভালো বাসোরে -
ভুল তুমি ক্ষমা করো
এবার কাছে টানোরে।
মৃত দেহে প্রাণ আছে
পাওয়া সব হারিয়ে।
আশা নিয়ে বেঁচে আছি
চাওয়া নিয়ে দাঁড়িয়ে।