ভাবি তোমায়,
চাই তোমায়,
পাগল আমি দেখো।
লাগছে ভালো,
চাঁদের আলো,
আমায় মনে রেখো।
রাতের মাঝে,
দিনের মাঝে,
ঘুমের মাঝে তুমি।
বাতাস হয়ে,
বেদনা বয়ে,
আলো ছায়ায় আমি।
জয়ও তুমি,
ভয়ও তুমি,
তুমি আমার সুখ।
ক্লান্ত আমায়,
স্বপ্ন দেখায়,
তোমার হাসি মুখ।