অন্ধকারে পথ চলতে চলতে_
হঠাৎ প্রচণ্ড আলোর ঝংকার ঝাপসে ওঠে,
ভাবনায় অদৃশ্য দৃশ্যায়িত হয়।
অপলক টানা টানা চোখ দু‘টো পুলকিত করে,
রসালো ঠোঁট উন্মাদনা জাগায়।
শর্ট-কার্ট আধুনিক চুল ছুঁয়ে য়ায় ভালোলাগা,
ভুলে যাই শত দু:খ-কষ্টের কাল রাত্রি গুলো ।
স্বপ্নবিলাসী বাসা বাঁধে প্রিয়ার নাকের নথে।
স্রষ্টার যেন নিজ হাতে গড়া নিপুণ এক শিল্প।
দেহের শৈলী যৌবনতার অদম্য রূপ চায়,
একান্ত ভালোবাসায় নিমগ্ন কিছুক্ষণ...