একটা জীবন কেটে যায় বাঁচার সংগ্রামে
একটা জীবন কেটে যায় ভালোবাসা সন্ধানে
একটি জীবন কেটে যায় ভুল উদযাপনে
একটা জীবন কেটে যায় খুঁজতে গিয়ে মানে
একটা জীবন কেটে যায় মায়ার বন্ধনে
একটা জীবন কেটে যায় ঋণের মাসুল গুনে
একটা জীবন কেটে যায় অমরত্বের টানে
একটা জীবন রেখে যায় কিছু কথা গোপনে।
২০.১২.২৪