আজকাল কবিতা লিখি না, আমাকে দেখি
বোধ আগুনে বিবেক পোড়ে, শুভঙ্কর ফাঁকি
চারদিকে মানুষ দেখি না, দু'পায়া দেখি
নিগূঢ় আধারে একাকীত্ব, ছায়াচিত্র আঁকি
শামুক হয়ে গুটিয়ে গেছি, বাঁচার নেশা
পাখির মত ডানা ঝাপটা, সে ত স্বাধীনতা
বেহিসাবি গণিত খাতায়, প্রেমের নেশা
গড়ল জীবন নানা বাঁকে খুঁজি মানবতা
আজকাল কবিতা লিখি না, নিজেকে দেখি
চোখ বুঝলে আয়না দেখি, মুখ দেখি না
তাই আজকাল কবিতা না নিজেকে লেখি।