অর্থহীনতার অর্থ খুঁজে ক্লান্ত আমি
শূন্য থেকে মহাশূন্যতাতে ছুটেছি।
যাযাবর পথিকের অশান্ত হৃদয়-
প্রেমহীন বালুচরে তোমায় খুঁজেছি।
ভোরের সুশীলতায়;দুপুরের স্নানে,
রৌদ্র তীব্রতায়;বিকেলে প্রশান্ত প্রাণে।
গোধূলির রঙে লাল-কালো আভায়,
জ্যোৎস্না কিংবা অমাবস্যা: সবখানে
মনের দরজায় কড়া নেড়ে উধাও।
অস্থিরতা;বিষাদের আগুনে পোড়াও-
দুখের পল্লব;আকাঙ্ক্ষার মলয়ে,
মরীচিকা কেবল স্বপ্নই জ্বালাও ।
মেঘেদের বেশে;নদীর জলেতে মিশে,
ভালোবেসে এক মুঠো সুখ;পাবো কিসে?
বিদেশিনী;অনিমেষে শুধু অপেক্ষায়,
আসবে একদিন পাবো দেখা সদৃশ্যে।