আগুন জ্বলছে চারদিকে;আগুন জ্বলছে মনে,
আগুনের মাঝে করছি নৃত্য ধ্বংসের আহবানে।
পোকায় খাওয়া পুরুষত্ব নারীর শরীর খোঁজে,
খোলসে আড়াল নগ্নত্ব গোপন চাহনি বোঝে।
ধোয়ায় উড়েছে যৌবনতা_ জীবন হয়েছে ছাই।
সিগারেটের শূন্য প্যাকেট_ খুঁজতে গেলেই নাই।
সময় এখন নেশায় মত্ত, আগুন দেয় মুখে।
চায়ের কাপে ঠোঁটের আঁচড়, ঝলসে ওঠে সুখে।
আঁধারে ঘিরেছে ভালোবাসা;কষ্ট দেওয়ার রীতি,
দিনের আলোয় অভিনয় ;নষ্ট সমাজের নীতি।
চাওয়া এখন নিরাশার ফুল;নিছক মরীচিকা।
পাওয়ার খাতায় শূন্যতা ;করছে আমায় একা।