অধরাকে ধরার আশায় স্বপ্ন বুনেছিলাম,
বহুকাল অন্ধকারে করেছি একাকীত্বের পূজা।
আরতিতে সাজিয়েছি লাল-নীল-সাদা কষ্ট দিয়ে,
গোপন ভাবনায় এঁকেছি মেঘবালিকার মুখ।
বেরসিক বাতাস মেঘকে করেছে আলোর দিশারি,
চিরচেনা ভয় ইচ্ছে গুলোকে দিয়েছে দূরে ঠেলে।
সেই আগের মতই আমি আমাতে ফিরে এসেছি,
নির্জনে নীরব দুঃখকেই আপন করে নিয়েছি।
এ আর নতুন কিছু নয়; ছেলেবেলা থেকে,
দুর্লভকে পাওয়ার লোভ ভীষণ রকম তাড়া করে।
সেই অদৃশ্য মায়ার বন্ধন বুকে নিয়ে চিরকাল,
নিরাকারে আকার খুঁজে ফিরি ফেরারি মনে...