দূর বারান্দায় ঝুলে থাকা ব্রেসিয়ার,
পড়ন্ত বিকেলে ছাঁদে দাঁড়িয়ে থাকা নারী।
চৈত্রের খরায় পোড়া-মনে বৈশাখী বাতাস।
ছুঁয়ে যায় এলোকেশী, নেড়ে দেওয়া যুবতির খোলস,
আর আমার উদাম বুকের প্রতিটি লোমকূপ।
পুরুষালী দেহ আন্দোলিত হয়; জাগে না কেবল মন,
দেখতে দেখতে সন্ধ্যা নামে, ছায়ায় মিলায় সব।
অধরা স্বপ্নসরব ভাবনা তাড়া করে ফেরে...
ছুটে চলি,বারবার অবিনাশ অন্ধকার পথে,
এভাবে কত রাত গেছে নির্ঘুম;কালোর গভীরতা খুঁজে,
তা শুধু যাযাবর চোখের পাতা নীরব সাক্ষী।
আজ আর জীবন চলে না অংকে, পিছু ছাড়ে না ভুল।
আলো গ্রাস করা মেঘে'রা দিব্যি আছে...
নিরেট ভালোবাসা, নিষ্পাপ সমাজ, সত্য-সুন্দর নারী,
প্রয়োজন এক পশলা বৃষ্টি, একটু ঘুম, তৃপ্তি-মুক্তি...