আমার জন্য লিখবে কবি
আমার মনের কথা
সেই কবিতার শব্দে রবে
আমার গল্পগাঁথা।
যে গল্পের নায়ক হেথায়
তার পায়ে দাও বেড়ি,
চোখের সামনে থাকুক বসে
সকল কর্ম ছাড়ি।
তৃষ্ণা মেটাই আমার চোখের
দেখে সেরূপ তার,
হৃদয়টা যে মুচড়ে ওঠে
করছে হাহাকার।
বাহুর মাঝে আঁকড়ে ধরে
জুড়াই মনের জ্বালা,
বন্ধ করো তোমার লেখায়
তার সে ঘরের তালা।
কিম্বা যদি করতে পারো
তাকেই পদহীন,
আমার কাছেই থাকবে সে'তো
দিনের পরে দিন।
না না কবি তা যেন নয়
শঙ্কা মনে গাঁথা,
ঠিক হবে কি কলম চড়াও
লিখেছে বিধাতা।
দূরন্ত এ মন মানেনা বলেই
কতোকিছু ভাবি ভূল,
পদহীন যদি করো তাকে কবি
আমি কোথা পাই কূল?
আমার যে আর ভূমি নেই প্রভু
সেই পদ'দুটি ছাড়া,
কিবা রবে মোর আঁধার জীবনে
আমি হবো ভূমিহারা,
অন্তরের মলিনতা আবেগের এ সকল ধারা,
অশ্রুতে ধোবো কোথা যদি হয় সেই পদহারা।