একটি কথা বারেক শুনি,
সময় আমার নাই।
বুঝি না তো কেমনে সময়
তোমার হলো ভাই।
সময় আমার সময় তোমার
সময় কারো নয়,
একই সময় ঘুমায় কেহ
কেউ বা জেগে রয়।
সু-সময়ে শুনেছি নাকি
বন্ধুরা সব থাকে,
আবার তারা যায় পালিয়ে
পড়লে দুর্বিপাকে।
সময় হলে সুখ আসে আর
দু:খ ঘুচে যায়,
সময় হলে জীবন তরী
উজান নদে বায়।
সময় দেওয়ার অভিযোগের
শেষ দেখিনা হেথা,
একের তরে কাটলে সময়
অন্য যে পায় ব্যথা।
বলছে সময় পৌঁছে দিল
সফলতার চুড়া,
কেউ বলে তার সময় দোষে
আজ পিছিয়ে পড়া।
আসা যাওয়ার সময় নাকি
বিধাতারই হাতে,
তার কলমের কালির আঁচড়
থাকে কপালটাতে।
অনেক সময় কাটিয়ে দিয়ে
আজো সময় খুঁজি,
আগামী দিনের সময়টাতে
তোমার কতো পুঁজি?
থাকতে সময় নিজের তরে
বাঁচার সময় নাও,
আপনজনে সেই সময়ের
একটুখানি দাও।