নীল আকাশ আজ ধোঁয়ায় ঢাকা
সবুজ গেছে চুরি ,
নদীর জলে বিষ মিশেছে
জীবন কাটা-ঘুড়ি.
শৈশবটা হারিয়ে গেলো
সিলেবাসের চাপে,
খেলার মাঠ রয়েছে খালি
ডিজিটালের শাপে.
অর্থ বিহীন মজার ছড়া
ছন্দ সুরে ভরা,
আউড়ে যেত ছোট্ট শিশু
হয়ে পাগলপারা,
সে সব আজি রইলো পিছে
মুছলো সে দিনকাল
কচিকাঁচার জীবনগুলো
বড়োই বেসামাল
কোথায় যেন হারিয়ে গেলো
সোনালী সেই দিনগুলি
কাঁচের গুটি পাতার বাঁশি
শ্যাওড়া কাঠের ডাংগুলি
সব পেয়েছি ভেবেই ভুলি
হারিয়েছি আজ কতো
সূর্যি ডোবা মাঠের পরে
দৌড়ানো সেই যতো
পুকুর দীঘির জলের মাঝে
ভাসিয়ে দিয়ে ভেলা
আর কি কভু আসবে ফিরে
হারানো সেই বেলা
ব্যাঙাচির প্রাণের মতোই
জলমগ্ন শিশুপাঠ,
পাখি পোষার নিছক খেলায়
সবকিছু্তেই আঁটসাঁট।