নিয়ম নিয়ম আউড়ে বেড়ায় আজকে বেবাক লোক,
নিয়ম ভাঙার শুনলে কথা বড্ড জাগায় শোক।
শব্দ মোড়ক তৈরি করে
অর্থ তাহার মধ্যে ভরে
সহজ কথা জটিল করাই আজকে তাদের ঝোঁক।
আত্মগত ভাবনা যতো
মনের দ্বারে অবিরত
হানছে আঘাত দিবারাত্র, মুক্ত তারা হোক।
সত্যিকথা সহজ ভাষায় শুনবে সকল লোক।
পড়লে মানুষ বুঝবে কথা
ঘুচবে সকল দু:খ ব্যথা
জ্ঞানের আলো উঠবে জ্বলে হৃদয় আকাশ ছোঁবে,
সহজ করে মনের কথা লিখবে তুমি কবে?
জানিনাকো নিয়ম কানুন জানতে না তা চাই,
মানবোনাকো যখন তাকে জেনেই কিবা পাই।
যা দেখি তাই লিখতে থাকি,
হয়তো হবে সবই ফাঁকি,
তবু আমায় লিখতে হবে, মন যে মানে নাই।
পাহাড় নদী গাছ-গাছালি
আমার সাথে দেয় মিতালী
তারাই আমার আপন আজি আর কিছু না চাই।
নিয়ম বাঁধা জগত্টাকে রাখি দুরে তাই।
অচিন দেশের কল্পগাঁথায়
সুখ খুঁজে পাই পাতায় পাতায়
সেই স্রোতেতেই ভেসে বেড়াই সেই স্রোতেতেই বাঁচি,
কল্পনা মোর সঙ্গী বলেই হয়তো আজো আছি ।