খেয়েপরে তুই বেঁচে থাক বাবা যাসনে ঘরের বার।
চারিদিকে দেখ হানাহানি ভরা আদিম হিংস্রতার।
সাম্প্রদায়িক গরল ভরা ভ্রষ্টাচারের ঝড়,
তারি মাঝে তুই যাসনে যেন নিজের জীবন গড়।
পড়ালেখা করে ডিগ্রী অনেক নিয়ে আয় তুই ঘরে,
রাজনীতি থেকে ছোট ঝামেলার শত ক্রোশ থাক দুরে।
কি বা এসে যায় কে মরে কে বাঁচে,
হিংসা ছড়ানো আনাচে কানাচে,
অনেকে রয়েছে দেশোদ্ধারের তরে।
তুই মোর বাপ বসে থাক তুই ঘরে।
শুনেছি সে পথ সুকঠিন খুব, প্রতি পদে পদে ফাঁদ,
তুই তো আমার বাছাধন ওরে আমার আকাশে চাঁদ।
কিন্তু যে মা ওরা বলে গেল দেশকে বাঁচাতে হলে,
জীবন খানাও অতি তুচ্ছ আমরা দেশের ছেলে।
শত্রু আজিকে ঘিরেছে মোদের লুকোবার নাই পথ,
আমরা যদি না বাহির হইবো কে টানিবে সেথা রথ।
নিজের ক্ষুদ্র স্বার্থের তরে দেশটারে দেবো বলি,
তার চেয়ে মাগো ভালো নয় কি নিজের স্বপ্ন দলি।
নেতাজী হয়ে ঘর ছাড়বে দু:সাহসী কোন ছেলে?
ভগত সিংহের পরবে ফাঁসি কে সে অবহেলে?
বিনয় বাদল দীনেশ হয়ে জীবন দেবে দান,
পাঁচজন কোন বাঘা যতিনের দল লড়াইয়ে হারাবে প্রান?
আমরা শুধুই বিপ্লবী নিয়ে রচনা লেখার দলে।
যাবো মুক্ত স্বদেশে গড়গড় করে জাতীয়সঙ্গীত বলে।
দেশের মুক্তি প্রাণের মুল্যে কিনুক নাহয় তারা ,
ওদের ছেলেটা ক্ষুদিরাম হোক, তোর চাই ঘরে ফেরা।।